শিরোনাম:
ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

N2N Online TV
রবিবার, ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আজ রেইমসের মুখোমুখি পিএসজি, অভিষেকের অপেক্ষায় মেসি
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আজ রেইমসের মুখোমুখি পিএসজি, অভিষেকের অপেক্ষায় মেসি
৩০৭ বার পঠিত
রবিবার, ২৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ রেইমসের মুখোমুখি পিএসজি, অভিষেকের অপেক্ষায় মেসি

---

আজ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) রেইমসের মুখোমুখি হচ্ছে নিজেদের চতুর্থ ম্যাচে। স্তাদ অগাস্ট-দিলুন সেকেন্ড-এ খেলাটি শুরু হবে রাত পৌনে একটায়। সরাসরি দেখা যাবে টিভি ফাইভ মঁদেতে।

আগের তিন ম্যাচে মাঠে নামেননি ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। অন্যদিকে বার্সেলোনা ছেড়ে প্যারিসে যোগ দিলেও এখনও অভিষেক হয়নি লিওনেল মেসির। তাই এই ম্যাচে মেসি-নেইমারের যুগলবন্দী দেখতে মুখিয়ে আছে ভক্তরা।

সঙ্গে এমবাপ্পেকে নিয়ে লোভনীয় এক এক আক্রমণভাগ দেখার অপেক্ষায় বিশ্ব। তবে ম্যাচের শুরু থেকে মেসি খেলার সম্ভাবনা নিয়ে স্পষ্ট কিছু জানানি, পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।

‘আমাদের দেখতে হবে তিনি দলের সঙ্গেম থাকার মতো অবস্থায় আছেন কি না। তারপরই দল ঘোষণা করা হবে। তেমন উঁচু প্রত্যাশা নেই। কারণ নতুন দল, সতীর্থ, লিগ ও জীবন যাপনের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবেই।’ বলেন পিএসজি কোচ। একদিন আগেই নিজের টুইটারে নিজের সঙ্গে মেসি-এমবাপের ছবি প্রকাশ করেছেন নেইমার। লিখেছেন, ‘শিগগিরই আসছে।’

মেসিকে নিয়ে পচেত্তিনো বলেন, ‘আমাদের দলে বিশ্বসেরা খেলোয়াড় রয়েছেন। তিনি বেশ পেশাদার। ভালো মতোই জানেন কীভাবে পরিস্থিতি সামলে নেয়া যায়।’



আর্কাইভ