শিরোনাম:
ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
N2N Online TV
শনিবার, ৪ জুন ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নেদারল্যান্ডসের কাছে পাত্তাই পেল না বেলজিয়াম
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » নেদারল্যান্ডসের কাছে পাত্তাই পেল না বেলজিয়াম
১৮২ বার পঠিত
শনিবার, ৪ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেদারল্যান্ডসের কাছে পাত্তাই পেল না বেলজিয়াম

---

দাপুটে পারফরম্যান্সে বড় জয়ে নেশন্স লিগে শুভসূচনা করল নেদারল্যান্ডস। বেলজিয়ামের ব্রাসেলসে স্বাগতিকদের বিপক্ষে শুক্রবার (৪ জুন) ৪-১ গোলের জয় পেয়েছে লুইস ফন গালের শিষ্যরা।

ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন রোমেলু লুকাকু। আর তার সঙ্গে ভাগ্যদেবতাও চলে যায় বেলজিয়াম শিবির থেকে। না হলে, দু-দুটি গোল কেন আটকে যাবে ক্রসবার আর গোলপোস্টে।

ডাচদের হয়ে জোড়া গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড মেম্পিস ডিপাই। অন্য দুই গোলদাতা স্টেভেন রাগউইন ও ডেনজেল ডামফ্রিস। শেষ দিকে ব্যবধান কমান বেলজিয়ামের মিচি বাতসুয়াই।

ম্যাচের শুরু থেকে শেষ, কখনই নেদারল্যান্ডসের সামনে দাঁড়াতে পারেনি বেলজিয়াম। প্রথমার্ধ্বে বারগউইনের গোলে এগিয়ে গেলেও বেলজিয়ানরা মূলত উড়ে যায় দ্বিতীয়ার্ধ্বে।

যদিও ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যেতে পারত বেলজিয়াম। লেস্টার সিটির ডিফেন্ডার টিমোথি কাস্তাগনের বাঁ পায়ের শট ক্রসবারে লেগে আটকে যায়। এরপরই আসে বড় ধাক্কা। চোট পেয়ে মাঠ ছাড়েন রোমেলু লুকাকো।

অন্যদিকে, শুরু থেকে আক্রমণে আধিপত্য করা নেদারল্যান্ডস এগিয়ে যায় ম্যাচের ৪০তম মিনিটে। দলকে এগিয়ে নেন টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড বারগউইন। এরপর দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা।

৫১ থেকে ৬৫, এই ১৪ মিনিটে তিন গোল হজম করে বেলজিয়াম। অরেঞ্জ আর্মিদের হয়ে জোড়া গোল করেন বার্সা ফরোয়ার্ড মেমফিস ডিপেই। আর শেষ দিকে রেড ডেভিলদের হয়ে শান্ত্বনার এক গোল করেন বাতসুয়াই।

এদিকে রাতের আরেক ম্যাচে প্যারিসের স্তাদে ফ্রান্সে স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ডেনিশরা। সফরকারীদের হয়ে দুটি গোলই করেন আন্দ্রেয়াস কর্নিলিউস।

যদিও ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে ফ্রান্স। বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে করিম বেনজেমারা। গোলের উদ্দেশ্যে নেওয়া মোট ১৯ শটের ৬টি লক্ষ্য ছিল ফরাসিদের। অন্যদিকে, ডেনমার্কের ৮ শটের পাঁচটিই ছিল লক্ষ্য।



আর্কাইভ