শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

N2N Online TV
সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টসে জিতে সাকিবদের ব্যাটিংয়ে পাঠাল ঢাকা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টসে জিতে সাকিবদের ব্যাটিংয়ে পাঠাল ঢাকা
৩৪২ বার পঠিত
সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টসে জিতে সাকিবদের ব্যাটিংয়ে পাঠাল ঢাকা

---

একদিন বিরতি দিয়ে আজ সোমবার (২৪ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে দুপুর সাড়ে ১২টায় মাঠে নামছে তারকাবহুল মিনিস্টার ঢাকা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ।

বিপিএলে অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। এর মধ্যে অন্যতম তারকা ক্রিকেটার ক্যারিবীয় দানব ক্রিস গেইল দলে ফেরায় ঢাকার বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা পাচ্ছে সাকিবের দলটি। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তারকাবহুল ঢাকা মিনিস্টার।

বিপিএলে উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামে ফরচুর বরিশাল। ব্যাট হাতে সাকিব হতাশ করলেও ওই ম্যাচে বল হাতে মাত্র ৯ রানে দিয়ে তিনি এক উইকেট তুলে নেন। লক্ষ্যে ছোট হওয়ায় সৈকত আলী, জিয়াউর রহমানদের ব্যাটে ওই ম্যাচ বরিশাল ৪ উইকেটের ব্যবধানে জিতে নেয়।
এদিকে তারকাবহুল দল গড়েও বিপিএলে প্রথম দুই ম্যাচের একটিতেও জয় তুলতে পারেনি মিনিস্টার ঢাকা। বরিশালের বিপক্ষে হারা মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সবশেষ হারে তামিম-মাহমুদউল্লাহরা। নাসুম-শরিফুল ইসলামদের কল্যাণে চট্টগ্রামের জয় ৩০ রানে। মিরাজদের দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৩১ রান করতে সক্ষম হয় ঢাকা।

খুলনার বিপক্ষে প্রথম ম্যাচের মতো এ ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নেন ড্যাশিং ওপেনারখ্যাত তামিম ইকবাল। তবে ৪৫ বলে তার ৫২ রানের ইনিংসটি সমালোচনারও শিকার হচ্ছে। কারণ শেষ দিকে তা চাপ ফেলে দেয় ঢাকার ইনিংসে। সমালোচকরা বলছেন, তামিমের ব্যাট থেকে আর কিছু রান আসলে ঢাকা বরং জিতেই যেতে পারত। আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তামিম করেছিলেন ৫০ রান। প্রথমে ব্যাট করে চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করেও মুশফিকের দলের বিপক্ষে ঢাকা হারে ৫ উইকেটের ব্যবধানে।

একাদশ
মিনিস্টার ঢাকা: মোহাম্মদ শেহজাদ, তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, জহুরুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ইসুরু উদানা, শুভাগত হোম, আরাফাত সানি, মুরাদ হাসান ও রুবেল হোসেন।

ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হাসান শান্ত, শঈকত আলি, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, আলজারি জোসেফ, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম। ।



আর্কাইভ