
শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম | স্বাস্থ্য » পাবনায় টাকা ফেরত চাওয়ায় সংঘর্ষে নিহত ১, আহত ১০
পাবনায় টাকা ফেরত চাওয়ায় সংঘর্ষে নিহত ১, আহত ১০
বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলার চর সাফুল্লা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তোতা ব্যাপারী (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তোতা ওই গ্রামের মৃত আহেজ ব্যাপারীর ছেলে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে আব্দুল আজিজ, রুশনাই খাতুন, জিয়া ব্যাপারী, বছির উদ্দিন, মজিবর রহমান, আরিফ হোসেন, রমজান আলীর নাম জানা গেছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
তিনি আরও বলেন, শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।