শিরোনাম:
ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

N2N Online TV
রবিবার, ২৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চাঁদা আদায়কালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চাঁদা আদায়কালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার
৫৬৩ বার পঠিত
রবিবার, ২৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদা আদায়কালে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

---

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় নির্মাণাধীন বাড়ির কাজ শুরু করলে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য তার কাছে চাঁদা দাবি করে। তিন দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না তারা হুমকি দিয়েছে। পরবর্তীতে তিনি কাজ শুরু করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা শ্রমিকদের মারধর করে নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং চাঁদা দিলেই কাজ শুরু করা যাবে ফের হুমকি প্রদান করে।

এ ঘটনায় র‍্যাব অভিযান পরিচালনা করার পরে নগদ ৪৪ হাজার ৫০০ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলো- মো. আরিফ হোসেন লোকমান, মো. হৃদয়, মো. শুকুর, মো. আরিফ ও মো. মীর হোসেন।

পরে গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশি করে ১নং আসামির প্যান্টের পকেট থেকে একটিটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কিশোর গ্যাংয়ের সদস্য এবং দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে।



আর্কাইভ