শিরোনাম:
ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
N2N Online TV
রবিবার, ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » গুয়েতেমালায় পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » গুয়েতেমালায় পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার
১৮০ বার পঠিত
রবিবার, ১০ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুয়েতেমালায় পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

---

গুয়েতেমালায় রাস্তার পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ অক্টোবর) ভোরে মধ্য আমেরিকার দেশটির নুয়েভা কনসেপকিয়ন এবং কোকালেস শহরের মধ্যবর্তী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা ওই কন্টেইনারের ভেতর থেকে চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পান। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে।

গুয়েতেমালা কর্তৃপক্ষ বলছে, পাচারকারীরা কন্টেইনারসহ রাস্তায় এসব অভিবাসীকে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। অভিবাসীদের মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার কথা ছিল। সে জন্য তারা পাচারকারীদের অর্থ পরিশোধ করেছিলেন।

উদ্ধার হওয়া অভিবাসীদের অধিকাংশই হাইতির নাগরিক। এছাড়া নেপাল ও ঘানার নাগরিকও আছেন।

গুয়েতেমালার পুলিশের এক মুখপাত্র জানান, কন্টেইনারের ভেতর থেকে তারা কান্নার আওয়াজ শুনতে পান। পরে সেখান থেকে কাগজপত্রহীন ১২৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে মাইগ্রেশন ইনস্টিটিউট পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।



আর্কাইভ