শিরোনাম:
ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
N2N Online TV
রবিবার, ১৫ মে ২০২২
প্রথম পাতা » গাজীপুর | ছবি গ্যালারী | শিরোনাম » কারাগারে মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক
প্রথম পাতা » গাজীপুর | ছবি গ্যালারী | শিরোনাম » কারাগারে মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক
২৬৭ বার পঠিত
রবিবার, ১৫ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারাগারে মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক

---

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯ পিস ইয়াবাসহ রানী বেগম (৪৫) নামে এক নারী দর্শনার্থীকে আটক করেছেন কারারক্ষীরা। শনিবার (১৪ মে) দুপুর ২টার দিকে ঘটনা ঘটে।

আটক রানী বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার দশ পাখিরা গ্রামের মামুন হোসেনের স্ত্রী।

কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন রানী বেগম। পরে সেখানে ডিউটিরত নারী কারারক্ষী মাকসুদা বেগম তার দেহ তল্লাশি করেন। এ সময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট দেখতে পান। পরে তাকে আটক করে কোনাবাড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ইয়াবাসহ ওই নারীকে থানায় নিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রানী বেগম মাদক মামলায় কারাগারে থাকা তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, জব্দকৃত ইয়াবাগুলো তার মেয়েকে দেওয়ার জন্য সঙ্গে নিয়েছিলেন তিনি।

ওসি আরও জানান, আটক ওই নারী দুই মাস আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়েছে।



আর্কাইভ