মঙ্গলবার, ২৮ জুন ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » সুনামগঞ্জ-সিলেটে আবারও বাড়ছে নদ-নদীর পানি
সুনামগঞ্জ-সিলেটে আবারও বাড়ছে নদ-নদীর পানি
ভারি বৃষ্টিতে সুনামগঞ্জ ও সিলেটে আবারও বাড়ছে নদ-নদীর পানি। ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে আবারও বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরপর তিন দফা বন্যায় ঘরবাড়ি হারিয়ে অসহায় বানভাসিরা।
মুষলধারায় বৃষ্টি। আবারো বাড়ছে নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। আরেক দফা বন্যার শঙ্কায় আতঙ্কিত নদীপাড়ের মানুষ। গত দুদিন ধরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমছে না দুর্ভোগ। বিধ্বস্ত ঘরবাড়িতে এখনো ফিরতে না পেরে আশ্রয়কেন্দ্রে অছেন অনেকেই ।
কুশিয়ারা নদীর পানি অমলসীদ, ফেঞ্চুগঞ্জ, শেওলা ও সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বইছে বিপৎসীমার ওপরে। ফেঞ্চুগঞ্জ বাজার পানির নিচে। রাস্তাঘাট, হাটবাজার, বাড়িঘরসহ নিচু এলাকায় অবর্ণনীয় দুর্দশায় দিন কাটছে বাসিন্দাদের।
সেনাবাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা বন্যার্তদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছে।