মঙ্গলবার, ৩১ মে ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » সরিষাবাড়ীতে পাঁচতারা জেটিঘাট এলাকা এখন বালু খেকোদের অভয়ারণ্য
সরিষাবাড়ীতে পাঁচতারা জেটিঘাট এলাকা এখন বালু খেকোদের অভয়ারণ্য
ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পাঁচতারা জেটি ঘাট এলাকা এখন অবৈধ বালু উত্তোলনের এক অভয় অঙ্গরাজ্য হয়ে উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেটি ঘাট এলাকায় যমুনা নদী হতে একই স্থানে পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত ভর অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু খেকোরা।
জানা গেছে, ও-ই এলাকার বালু খেকোদের সম্রাট শাহিন ও হাবুল বছরের পর বছর ধরে অবৈধভাবে যমুনা নদী হতে লাখ লাখ সেপটি বালু উত্তোলন করে শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা।
এদিকে নদীর দুপাড়ে জেগে উঠা আবাদি কৃষি জমিগুলো আবারও নদী ভাঙনের মুখে পড়ছে। পাশাপাশি নদী ভাঙা মানুষগুলোর নতুন বসতিবাড়ী পুনরায় নদীগর্ভে চলে যাওয়ার উপক্রম হচ্ছে বলে জানান অসহায় এলাকাবাসী।
বালু খেকোদের ত্রাসে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারীপুরুষ জানান, এই স্থান হতে তারা সারাবছরই বালু উত্তোলন করে। মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালত এসে মেশিন ও পাইপ ভেঙে দিয়ে যায়। আবার পরক্ষণেই সেই পাইপ জোড়া দিয়ে তারা আগের মতোই বালু উত্তোলন শুরু করে। প্রশাসন যদি এ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করে দিতো। তাহলে আমরা একটু নিশ্চিন্তে জমিজমা চাষাবাদ সহ বসতবাড়িতে বসবাস করতে পারতাম।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান, গত সপ্তাহেও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৪টি ড্রেজার মেশিন ভেঙে দিয়ে এসেছি। ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রয়েছে।