শিরোনাম:
ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

N2N Online TV
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » চীনে মার্কিন নাগরিকের মৃত্যুদণ্ড
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » চীনে মার্কিন নাগরিকের মৃত্যুদণ্ড
৩৪২ বার পঠিত
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনে মার্কিন নাগরিকের মৃত্যুদণ্ড

---

মার্কিন নাগরিক শাদেদ আব্দুল মতিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। বৃহস্পতিবার (২১ এপ্রিল) তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুল মতিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার সাবেক প্রেমিকাকে হত্যা করেছেন। ২১ বছর বয়সী ওই নারী চীনা নাগরিক ছিলেন। বাবা-মায়ের অমতে আব্দুল মতিনকে বিয়ে করেছিলেন চেন।
ঝেজিয়াং প্রদেশের নিংবো ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট বলেছেন, আসামি পূর্বপরিকল্পিত ও প্রতিশোধমূলকভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
২০১৯ সালের জুনে চীনা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙে ওই মার্কিন নাগরিকের। তখন সম্পর্ক ভাঙা নিয়ে মতবিরোধের পর, আসামি নিংবোতে একটি বাসস্টপে সাবেক প্রেমিকা চেনের সঙ্গে দেখা ও কথা বলার ব্যবস্থা করেন আব্দুল মতিন। সেখানেই চেনকে ছুরি দিয়ে হত্যা করেন অভিযুক্ত।

এদিকে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বলেছেন, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে গোপনীয়তার কারণে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।



আর্কাইভ