শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » চাঞ্চল্যকর “সম্রাট ঝলক” হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
চাঞ্চল্যকর “সম্রাট ঝলক” হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মুন্সিগঞ্জের চাঞ্চল্যকর “সম্রাট ঝলক” হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে মুড়াপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মুন্সিগঞ্জ সদরের নৈদিঘীর পাথর এলাকার মৃত শরিয়ত মুন্সির ছেলে মোঃ জিল্লু (৪২) এবং একই থানার শরিয়ত নগর এলাকার মোশারফ গোয়ালের ছেলে সুমন (৪০)।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনে র্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর মোঃ হাসান শাহরিয়ার জানান, গত ১৩ এপ্রিল মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর লিটনের পুত্র সম্রাট ঝলক নিহত হন। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গতকাল মুন্সিগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা মামলা (যার নং -৩৯) দায়ের করেন।
তিনি আরো বলেন, মুন্সিগঞ্জের মিরকাদিম লঞ্চঘাটের ইজারা ও আধিপত্য নিয়ে পৌরসভার নৈদিঘীর পাথর এলাকায় জিল্লুর গ্রুপের সাথে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত ১৩ এপ্রিল ২০২২ তারিখে মিরকাদিম লঞ্চঘাট এলাকায় দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাউন্সিলর মোঃ লিটন এর পুত্র সম্রাট ঝলক গুরুতর আহত হন। আহত অবস্থায় সম্রাট ঝলককে স্থানীয় জনগন উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাদের মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।