শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

N2N Online TV
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » যুক্তরাজ্যে হানা দিল করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রন’
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » যুক্তরাজ্যে হানা দিল করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রন’
১৮০ বার পঠিত
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্যে হানা দিল করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ডেল্টাক্রন’

---

যুক্তরাজ্যে এবার ‘ডেল্টাক্রন’ নামে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট হানা দিয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে দুঃশ্চিন্তায় পড়েছে বিশেষজ্ঞরা

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ‘ডেল্টা’ ও ‘ওমিক্রন’ এ দুটি ভ্যারিয়েন্টের মিশ্রণে তৈরি নতুন এ ভ্যারিয়েন্টটির জন্ম হয়েছে। ফলে ডেল্টা ও ওমিক্রন দুটি ভ্যারিয়েন্টেরই চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সংকর জাতের নতুন এই ভ্যারিয়েন্টে।

ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (এইচএসএ) জানিয়েছে, নতুন একটি নমুনা পরীক্ষা করতে গিয়ে এই ভ্যারিয়েন্টটির সন্ধান মিলেছে। তবে ভ্যারিয়েন্টটি ঠিক কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

যদিও, এইচএসএ বলছে, করোনার যতগুলো ভ্যারিয়েন্ট বা এসেছে তারমধ্যে সবচেয়ে বেশি প্রাণঘাতী হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এছাড়া সবচেয়ে সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট। তাই এই দুটি ভ্যারিয়েন্টের সংমিশ্রণে সৃষ্ট নতুন ভ্যারিয়েন্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ১৬ লাখ ৫ হাজার ৬২৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৮১ হাজার ১২৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৮২১ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৩৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ৪৯৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১০ হাজার ৯৩৭ জনের।



আর্কাইভ